| |
               

মূল পাতা রাজনীতি অবিলম্বে মাওলানা ইসলামাবাদীকে মুক্তি দিতে হবে : ছাত্রসমাজ


অবিলম্বে মাওলানা ইসলামাবাদীকে মুক্তি দিতে হবে : ছাত্রসমাজ


রহমত ডেস্ক     23 June, 2022     08:15 PM    


কারাগারে জটিল রোগে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদীকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২২ জুন (বুধবার) জুম সফটওয়্যারের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত  সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ সভায় নেতৃবৃন্দ এ কথা দাবি জানান। সভাপতি আতিকুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহাসচিব এহতেশামুল হক সাখী। সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি বিএম আমীর জিহাদী, সংগঠন সচিব আসাদুল্লাহ সিরাজী, অর্থ সচিব এহসানুল্লাহ মাহমুদী, প্রশিক্ষণ সচিব তামীম আহসান, ছাত্র ও সমাজ কল্যাণ সচিব সাকিবুল হাসান, সদস্য হাফেজ শহীদুল্লাহ, আরিফ হোসাইন, মুহাম্মদ দিদারুল আলম, তারেকুল ইসলাম প্রমুখ। 

সাধারণ সভায় নেতৃবৃন্দ  বলেন, নবপ্রজন্মকে নৈতিক, মানবিক জনগোষ্ঠীতে রূপান্তর করতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। এমতাবস্থায় শিক্ষাব্যবস্থা থেকে ইসলাম শিক্ষাকে বাদ দেয়ার চক্রান্ত অত্যন্ত দুঃখজনক। এটি কখনো মেনে নেয়া হবে না। সিলেটসহ বিভিন্ন জেলার বানভাসি মানুষের পাশে দাঁড়াতে মানবিক চেতনার সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। সভায় সাংগঠনিকভাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে পরবর্তীতে একটি শিক্ষা সেমিনার আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়।